শীতের আমেজেও বৃষ্টির পূর্বাভাস, ভাসবে বহু জেলা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 53 Second

শরতের পেঁজা তুলো মেঘের দিন শেষ। রাজ্যে এখন হেমন্তের হিমেল হাওয়া। কিন্তু এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হেমন্তের শুরুতেও রাজ্যে বজায় থাকছে বৃষ্টির রেশ। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত বৃষ্টির এই দাপট চলবে দক্ষিণবঙ্গেই। যদিও ভারী থেকে অতিভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কিছুদিন আগেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছিল যে সপ্তাহান্তেই হালকা শীতের মেজাজ টের পাওয়া যাবে বাংলায়। কিন্তু আবহাওয়াবিদদের ধারণা এই বৃষ্টির পরই হয়তো একলাফে অনেকটা নামতে পারে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই ভোরের দিকে হেমন্তের হিমেল হাওয়ার সাথে হালকা কুয়াশার চাদর ঢাকা বাংলার রূপ দেখা দিতে শুরু করেছে।

আবহাওয়া দপ্তরের তরফে জানান হয়েছিল, দক্ষিণবঙ্গে বাতাসে শুষ্কতা দেখা দিতে পারে চলতি সপ্তাহ থেকেই। দিনের তাপমাত্রা বাড়লেও, তা ক্রমে ক্রমে কমবে রাতের তাপমাত্রা। আজ কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ, ন্যূনতম ৬৭ শতাংশ। শুক্রবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এবার সময়ের আগেই শীত প্রবেশ করতে চলেছে বাংলায়। কালীপুজোর আগেই হিমের হাওয়া টের পাবেন রাজ্যবাসীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের উত্তপ্ত কৃষক আন্দোলোন ! ট্রাক পিষে দিল ৩ মহিলাকে ৷ এম ভারত নিউজ

ফের একবার খবরের শিরোনামে দিল্লির কৃষক আন্দোলন। দিল্লির টিকরি সীমানায় এক দ্রুতগতির ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু হল কৃষক আন্দোলনের সাথে যুক্ত তিন মহিলা কৃষকের। ঘাতক ট্রাকটির চালক আপাতত পলাতক। বিগত টানা প্রায় ১১ মাস ধরে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতা করে দিল্লি-হরিয়ানা সীমানার টিকরিতে অবস্থান বিক্ষোভ করে চলেছেন পঞ্জাব, […]

Subscribe US Now

error: Content Protected