ভারী বৃষ্টিতে পুজোর আগেই বিপর্যস্ত পাহাড়। ধসের কবলে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার পাহাড়ে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক হওয়ার কথা আছে।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জোর তৎপরতায় প্রশাসনিক কর্মকর্তারা। জানা গেছে রবিবার বাগডোগরা বিমান বন্দরে নেমে উত্তরকন্যায় পৌঁছবেন তিনি। সেখানেই অতিথি নিবাসে বিশ্রাম নেবেন তিনি। তবে জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও চূড়ান্ত সূচি না এলেও মুখ্যমন্ত্রী আসতে পারেন ধরে নিয়েই প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি শুরু করা হচ্ছে।
লোকসভা নির্বাচনের পরে এই প্রথম উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির জেরে বহু এলাকায় ধস নেমেছে। ক্ষতির মুখে ঘরবাড়ি। পাহাড়ি এলাকায় মানুষের মধ্যে এই প্রাকৃতিক বিপর্যয়কে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। সমস্ত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই তড়িঘড়ি সফর ।