ফের বিপাকে রাজ কুন্দ্রা, নাম জড়াল আর্থিক প্রতারণায় । এম ভারত নিউজ

admin

পর্ন কাণ্ডের পর ফের আইনি বিপাকে নাম জড়াল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার। এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এই তারকা দম্পতির বিরুদ্ধে। মুম্বইয়ের বান্দ্রা থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নীকিন বারাই নামে এক ব্যবসায়ী।

0 0
Read Time:2 Minute, 28 Second

পর্ন কাণ্ডের পর ফের আইনি বিপাকে নাম জড়াল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার। এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এই তারকা দম্পতির বিরুদ্ধে। মুম্বইয়ের বান্দ্রা থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নীকিন বারাই নামে এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর অভিযোগ, গত ২০১৪ সালের জুলাই মাসে অতিরিক্ত লাভের আশার লোভ দেখিয়ে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা তাঁদের ফিটনেস সংস্থায় প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করায় তাঁকে দিয়ে। এরপর দিনের পর দিন কেটে গেলেও এখনও অবধি লাভের মুখ দেখতে পাননি ওই ব্যবসায়ী। তাই তাঁর লগ্নি অর্থ ফেরত চান তিনি। অভিযোগ, টাকা ফেরত চাওয়ার পরেই ওই ব্যবসায়ীকে ক্রমাগত হুমকি দিতে থাকেন অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। এবার সে কারণেই শিল্পা ও রাজের বিরুদ্ধে বান্দ্রা থানার দ্বারস্থ হলেন ব্যবসায়ী। তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণা ছাড়াও আরও একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বান্দ্রা থানায়।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পর্নকাণ্ডে নাম জড়ায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রার। মহিলাদের দিয়ে অবৈধ পর্ন ফিল্ম শুট করানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। এরপরেই এই মামলায় অভিনেত্রী গেহনা বশিষ্ঠকেও গ্রেপ্তার করা হয়। গেহনার সূত্র ধরেই নাকি রাজের পর্ন ফিল্মের ব্যবসার হদিশ পায় পুলিশ। গত ১৯ জুলাই পর্নকাণ্ডে জড়িত থাকার জন্য গ্রেপ্তারও করা হয়েছিল শিল্পা শেট্টির স্বামীকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নয়া সাফল্য চীনের, স্পেসওয়াক মহিলা মহাকাশচারীর । এম ভারত নিউজ

নয়া সাফল্য চীনা মহিলা মহাকাশচারীর। জানা যাচ্ছে ওয়াং ইয়াপিং নামক চীনা মহিলা প্রথমবারের জন্য মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশনের অংশ হিসেবে সর্বপ্রথম স্পেসওয়াক পরিচালনা করেছেন। জানা যায়, এই মহিলা নভশ্চরের সহকর্মী নভোচারী ঝাই ঝিগাং স্পেস স্টেশনের মূল মডিউল ছেড়ে বেরিয়ে যান। আর পরবর্তীতে তাঁকেই অনুসরণ করেন চীনা এই মহিলা মহাকাশচারী। […]

Subscribe US Now

error: Content Protected