Read Time:57 Second
রাম মন্দিরের মত এবারে যাত্রীদের জন্য ঝাঁ চকচকে ভাবে তৈরি করা হবে অযোধ্যা রেল ষ্টেশনও । নতুন এই স্টেশনে থাকবে অত্যাধুনিক সুযোগ সুবিধা। এই ষ্টেশন তৈরি করা হবে একেবারে রাম মন্দিরের আদলে। এই অঞ্চলকে দ্রুত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা করছে কেন্দ্র । ভারতীয় রেল জানিয়েছে, লখনউ, বারানসী সহ আশেপাশের সমস্ত জায়গার সঙ্গে অযোধ্যাকে যুক্ত করা হবে। এরই মধ্যে এই কাজের জন্য বরাদ্দ হয়েছে কয়েক কোটি টাকা । শুরু হয়েছে প্রথম দফার কাজ । মনে করা হচ্ছে ২০২১ সালের মধ্যেই নতুন এই অযোধ্যা স্টেশন চালু হয়ে যাবে ।
