Rampurhat Case: অনুব্রতকে বিস্ফোরক চিঠি ? মোড় ঘুরল তদন্তে । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 29 Second

রামপুরহাট বগটুই কাণ্ডে বার বার উঠে এসছে প্রশাসন থেকে রাজনৈতিক মাথাদের নাম । এবার ফের উঠে এল অনুব্রত মন্ডলের নাম । পাশাপাশি উঠে এল আশিস বন্দ্যোপাধ্যাইয়ের নামও । সামনে এল বিস্ফোরক এক চিঠি । আজই সমক্ষে এসছে তৃণমূলের অত্যন্ত গোপন দলীয় একটি চিঠি । যাতে আনারুলকে পদে রাখার পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। চিঠিতে তাঁর সইও রয়েছে। এমনকি চিঠিটা যে তাঁরই লেখা তা মেনেও নিয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার। তিনি বলেন, “চিঠিটা আমি লিখেছিলাম। সেটা একটা সাংগঠনির সভায় লিখেছিলাম। অঞ্চল সভাপতিরাও চাইছিলেন না সভাপতি বদল হোক। তখন আমাকে বলেছিল যে তুমি লিখে দাও, আমি লিখে দিয়েছিলাম। কিন্তু রাখা হবে কি হবে না, সেই সিদ্ধান্ত প্রেসিডেন্ট নেবেন। বিধায়ক তো সেই সিদ্ধান্ত নেবেন না।” অন্যদিকে এই চিঠির বিষয়ে অনুব্রত মন্ডল বলেন, “আশিস বন্দ্যোপাধ্যায় বলে আমি মুচলেখা লিখে দিচ্ছি, ওকে পঞ্চায়েত পর্যন্ত রাখ। আশিস বন্দ্যোপাধ্যায় একটা সিনিয়র লোক, ওর বিধানসভার ব্যাপার, ও যখন আমাকে লিখে দিল, আমি আনারুলকে আর সরালাম না।” এখানেই শেষ নয়, অনুব্রত আরও জানান, কিছু একটা ঘটতে পারে আঁচ করেই আনারুলকে সরানোর কথা ভেবেছিলেন তিনি। তবে আশিস বন্দ্যোপাধ্যায়ের কথায় রেখে দেন। বীরভূম জেলা তৃণমূলে অনুব্রত-আশিস দ্বন্দ্ব স্পষ্ট । অবশ্য এর আগেও সিবিআই-এর জেরার সময়ে অনুব্রত মন্ডলের নাম বার বার উঠে এসছে তদন্তে । তবে কি এই রেষারেষিই কোনওভাবে বগটুইতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কারণ । নাকি এর পেছনেও রয়েছে আরও গভীর রহস্য । তা অবশ্য খতিয়ে দেখছে সিবিআই ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বড় খবর: এই মুহুর্তে ফের বগটুইতে সিবিআই । এম ভারত নিউজ

ফের বগটুইতে সিবিআই-এর বিশেষ দিল। এই মুহুর্তে ডিআইজি সিবিআই অখিলেশ সিংহের নেতৃত্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ টিম পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছেছে। সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনির দল। এই মুহুর্তে আগুনে ঝলসে যাওয়া সোনা শেখের বাড়ি, যেখান থেকে ৭টি মরদেহ উদ্ধার হয়েছিল সেই বাড়ি খুঁটিয়ে দেখছেন আধিকারিকরা। আজ সকালেই […]

Subscribe US Now

error: Content Protected