Read Time:1 Minute, 27 Second
আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমানবাহিনীতে যোগ দেবে রাফায়েল যুদ্ধবিমান । আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়ার্ড্রনে যোগ দেবে রাফায়েল জেটগুলি । আর কিছুক্ষণের মধ্যেই আকাশ পথে উড়বে রাফায়েল । ফ্রান্স থেকে গত ২৭ জুলাই ৫টি রাফায়েল যুদ্ধবিমান ভারতে এসে পৌঁছোলেও আনুষ্ঠাঙ্কভাবে বায়ুসেনার সঙ্গে যোগ দেয়নি এটি, আজ সেই প্রক্রিয়া সম্পন্ন হবে।

আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সিডিএস বিপিন রাওয়াত এবং ভারতীয় বিমান বাহিনীর প্রধান আরকেএস ভাদৌরিয়াও । ফ্রান্সের প্রতিনিধি দলে অতিথি হিসেবে ফ্লোরেন্স পারলে ছাড়াও থাকবেন ফরাসি বায়ুসেনার উপ-প্রধান এয়ার জেনারেল এরিক উতুলে, ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইম্যানুয়েল লেনেঁ ও অন্যান্য শীর্ষ আধিকারিকেরা।
