আবারও পর্দায় সত্যজিতের প্রিয় “অপু”, প্রকাশ্যে ‘অভিযান’-এর ঝলক। এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 25 Second

এম ভারত ডেস্ক: বাংলা চলচ্চিত্রের আকাশে এক রত্নখচিত জ্যোতিষ্ক তিনি। যতদিন বাংলা চলচ্চিত্র বাঁচবে,ততদিন বাঁচবেন তিনি,বেঁচে থাকবে তাঁর গৌরবোজ্জ্বল ইতিহাস।
সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন সত্যজিতের প্রিয় নায়ক, মঞ্চেও ছিল তাঁর দুর্বার গতি, আবার সাহিত্য, আবৃত্তিতেও অগাধ বিচরণ ছিল তাঁর। তাঁর তুলির টানে অপুর্ব রঙে সেজেও উঠত সব ক্যানভাস। এতকিছুর পাশেও আদ্যান্ত রাজনৈতিক মনস্ক মানুষ ছিলেন তিনি।
এই সৌমিত্র চট্টোপাধ্যায়ই আবার ফিরছেন পর্দায়। গতবছর নভেম্বর মাসের ১৫ তারিখে তাঁর দৈহিক মৃত্যু হলেও, তাঁর মধ্যেকার শিল্পীকে বাঁচিয়ে রাখতে আবারও পর্দায় তিনি। আর এই সবকিছুর পিছনে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’ এর ট্রেলার মুক্তি পেয়েছে ২৫শে মার্চ। সেই ট্রেলারেরই হাত ধরে মৃত্যুর ৪ মাস পর আবারও পর্দায় ফিরলেন সত্যজিতের প্রিয় নায়ক,’অপু’। ট্রেলারটিতে অল্পবয়সী সৌমিত্রের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। আর প্রাপ্তবয়স্ত সৌমিত্রর ভূমিকায় দেখা গেল সৌমিত্র চট্টোপাধ্যায়কেই । সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা গেল পরিচালক কিউ-কে। আর ‘ফ্যান বয়’ হিসাবে দেখা গেল পরমব্রতকে। তিনি সাক্ষাৎকার নিচ্ছেন প্রিয় নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের । শুরুটা এভাবেই, তারপর ধীরে ধীরে উঠে এলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের বিভিন্ন অজানা দিক, বিভিন্ন তথ্য,অজস্র মুহূর্ত।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই বায়োপিকে সৌমিত্র কন্যা পৌলমী বসুর ভূমিকায়  রয়েছেন সোহিনী সেনগুপ্ত, উত্তমকুমারের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।  এছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, সোহিনী সরকার, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, ত্রিধা চৌধুরী, পদ্মনাভ দাশগুপ্ত, সমদর্শী দত্ত, জয়রাজ ভট্টাচার্য, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুর মতন অজস্র তারকা অভিনেতা অভিনেত্রী। কবে  বড়পর্দায় মুক্তি পাবে অভিযান, তা অবশ্য জানা যায়নি এখনো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা পরিস্থিতিতে খেলা যাবেনা হোলি, নিষেধাজ্ঞা ১০ রাজ্যে । এম ভারত নিউজ

এম ভারত ডেস্ক: আগেই করোণা পরিস্থিতিতে হোলি খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ৮রাজ্য। এবার সেই তালিকায় যুক্ত হল আরো দুই রাজ্য। এবার রাজস্থান এবং কর্ণাটকেও প্রকাশ্যে খেলা যাবেনা হোলি। খেলতে হবে নিজের বাড়ির ভিতরেই।আবারও প্রকোপ বাড়াচ্ছে করোণা ভাইরাস৷ ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। সংক্রামনের হার অনেক বেশি আগের থেকে। করোনার দ্বিতীয় […]

Subscribe US Now

error: Content Protected