গরুকে জাতীয় পশু ঘোষণার সুপারিশ হাইকোর্টে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 22 Second

গরুই হোক ভারতের জাতীয় পশু, আবেদন করলেন হাইকোর্টের বিচারপতি। ছোটবেলা থেকে সকলেই জেনে এসেছে এই দেশের জাতীয় পশু বাঘ। সেখানে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির তরফে আবেদন জানানো হয়েছে, ভারতের জাতীয় পশু হিসেবে বাঘের পরিবর্তে গরুকে ঘোষণা করা উচিত। ভাবতে অবাক লাগলেও সত্যি। দীর্ঘদিন ধরে জেনে আসা সত্যি বদলে যাবে এক নিমেষে! আদালতে তাঁর এই আবেদনের পিছনে যুক্তি হিসেবে জানিয়েছেন, মূলত ভারতীয় মাইথোলজি থেকে শুরু করে বর্তমান সমাজে গরুর সঙ্গে মানুষ অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। এছাড়াও ভারতের বহু মানুষ গরুকে দেব রুপে পুজো করে থাকেন। সেক্ষেত্রে, তাঁদের মৌলিক অধিকার রক্ষিত হবে। পাশাপাশি যে সমস্ত মানুষ নিজেদের কুকীর্তি সাধনের জন্য গো হত্যা করেন। তাঁদের জন্য যথেষ্ট ভয়াবহ আইন লাগু করা সম্ভব।

প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও বিলুপ্ত হওয়া প্রাণীদেরকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়েছে। এক সময়ে ভারতের জাতীয় পশু হিসেবে রয়েল বেঙ্গল টাইগারকে মানা হত।এই প্রসঙ্গে বিচারপতি শেখরকুমার যাদবের বেঞ্চের তরফে জানানো হয়, যে কোন প্রাণীর বেঁচে থাকার অধিকার সবার উপরে ।সেক্ষেত্রে গো-হত্যা কোনও মতেই কোন মানুষের মৌলিক অধিকার হতে পারে না। প্রসঙ্গত উল্লেখ্য যাদব নামে এক ব্যক্তি গো হত্যা করার মামলায়, করায়ত্ত আছেন। জামিনের আবেদন করা হলে ,তা খারিজ করে দেওয়া হয় আদালতের তরফে। এমনকি ইতিমধ্যেই আদালতের এই আবেদন গ্রহণ করেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী মহসিন রাজা। অপরদিকে বিরোধিতাও করছেন বহু রাজনৈতিক দলগুলি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আন্দোলন থামাতে হাইকোর্টের দ্বারস্থ বিশ্বভারতীর উপাচার্য । এম ভারত নিউজ

রণকেন্দ্র হয়ে রয়েছে বিশ্বভারতী । গত পাঁচদিন ধরে নিজের ঘর থেকে বেরোতে পারেননি উপাচার্য। এমনকি প্রয়োজনীয় খাবারটুকু গ্রহণ করতে পারেননি তিনি।আর এবার সেই অচলাবস্থা কাটাতেই হাইকোর্টের দ্বারস্থ হলেন বিশ্বভারতীর উপাচার্য। ফাইনাল বর্ষের ছাত্র ছাত্রীরা এখনও তাঁদের শংসাপত্র পায়নি। নবীন ছাত্র-ছাত্রীদের প্রবেশিকা পরীক্ষা আটকে আছে। বিশ্বভারতীর এই অচলাবস্থা কাটাতে এবার আদালতের […]

Subscribe US Now

error: Content Protected