২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগেই ঘোষিত হল রেড অ্যালার্ট, পাশাপাশি সতর্কবার্তা জারি করা হলো বাংলার কয়েকটি রেল স্টেশনে । জঙ্গিপুর, নিউ ফরাক্কা, মালদা, সাহেবগঞ্জ, জামালপুর স্টেশনে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি এই তালিকায় স্থান করে নিয়েছে আজিমগঞ্জ জিয়াগঞ্জের মত স্টেশনগুলি। বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদ্দিন এই রেল স্টেশনে হামলা চালাতে পারে বলে আশংকা আর সেই কারণেই জারি করা হয়েছে সতর্কতা ।

গোয়েন্দা সূত্রে খবর আসার পর থেকেই আরপিএফ এবং জিআরপির তরফ থেকে ডবল চেকিং শুরু হয়ে গেছে রেলস্টেশনগুলিতে। এমনকি রেললাইন গুলিতে নেমেও তল্লাশি চালান পুলিশকর্মীরা । রেল সূত্রে জানানো হয়েছে রবিবার সকাল থেকে রিজার্ভেশন ছাড়া কোন ব্যক্তিকে স্টেশনেও আসতে দেওয়া হচ্ছে না যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে স্টেশন খালি রেখে তল্লাশি চালানোর। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে হতে পারে জঙ্গি হামলা তবে কোন প্রকার রিস্ক নিতে রাজি নয় রেল কর্তৃপক্ষ । তাই মালদা ডিভিশন এর এই রেল স্টেশন গুলি থাকবে কড়া নিরাপত্তার় আওতায় ।