বদলি করা হল পুরুলিয়ার জেলাশাসককে । হ্যাঁ, ইনিই সেই জেলাশাসক রাহুল মজুমদার, যার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন- “দলের লোক হলে টেনে চারটে থাপ্পড় মারতাম” । দু’দিন আগেই মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা আর আজ বদলি । বৃহস্পতিবারই নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং আসানসোল পুরনিগমের সিইও পদে তাঁর নতুন দায়িত্বের কথা । তাঁর জায়গায় পুরুলিয়ার নতুন জেলাশাসক হয়েছেন রজত নন্দা । এর আগে কোনও দিনই নিজের কাজ নিয়ে কথা শুনতে হয়নি রাহুল মজুমদারকে । তবে সম্প্রতি জেলার নাগরিক পরিষেবায় অনিয়মের অভিযোগের আঙুল ওঠে সরকারি কর্মী, আধিকারিকদের দিকে । চলতি সপ্তাহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনেই নানান দুর্নীতির অভিযোগ উঠে আসে । এরপরেই তাঁকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেন মমতা । তার সাত দিনের মাথাতেই এই বদলি । তবে এই ঘটনায় যথেষ্ট জল্পনার সৃষ্টি হয়েছে গোটা রাজনৈতিক মহলে ।
মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা, বদলি হলেন পুরুলিয়ার DM । এম ভারত নিউজ
বদলি করা হল পুরুলিয়ার জেলাশাসককে । হ্যাঁ, ইনিই সেই জেলাশাসক রাহুল মজুমদার, যার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন- “দলের লোক হলে টেনে চারটে থাপ্পড় মারতাম” । দু’দিন আগেই মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা আর আজ বদলি । বৃহস্পতিবারই নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং আসানসোল পুরনিগমের সিইও পদে তাঁর নতুন দায়িত্বের কথা । তাঁর জায়গায় পুরুলিয়ার নতুন জেলাশাসক হয়েছেন রজত নন্দা । এর আগে কোনও দিনই নিজের কাজ নিয়ে কথা শুনতে হয়নি রাহুল মজুমদারকে । তবে সম্প্রতি জেলার নাগরিক পরিষেবায় অনিয়মের অভিযোগের আঙুল ওঠে সরকারি কর্মী, আধিকারিকদের দিকে । চলতি সপ্তাহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনেই নানান দুর্নীতির অভিযোগ উঠে আসে । এরপরেই তাঁকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেন মমতা । তার সাত দিনের মাথাতেই এই বদলি । তবে এই ঘটনায় যথেষ্ট জল্পনার সৃষ্টি হয়েছে গোটা রাজনৈতিক মহলে ।