ফের মেয়াদ বাড়ল বিধিনিষেধের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 20 Second

ফের মেয়াদ বাড়ল করোনাকালীন বিধিনিষেধের। রাজ্য করোনাকালীন কঠিন পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত নয় সাধারণ মানুষ । আর সেই কথা মাথায় রেখে ফের ১৫ দিনের জন্য বিধিনিষেধ বাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে আগামী ৩০ আগস্ট পর্যন্ত থাকছে রাজ্যের করোনাকালীন বিধিনিষেধ। আজ এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান,” করোনাকালীন সংক্রমণের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ট্রেনে নিয়ম মেনে চলার কথা ঘোষণা করা হয়েছিল আগেই। কিন্তু নিয়ম মানা তো দূরের কথা, গাদাগাদি করে সবাই চলাচল করছে । যার ফলে সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই দূরবর্তী ট্রেন, বাস, মেট্রো, অটো, টোটো চলছে। তবে সেক্ষেত্রে লোকাল ট্রেন চালাতে আরও কিছু দিন সময় নিচ্ছি।”

এছাড়া লোকাল ট্রেন না চালানোর ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, লোকাল ট্রেন না চালানোর কারণে স্বভাবতই সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। তবে সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বর মাসে করোনার তৃতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও তিনি বলেছেন, ইতিমধ্যেই বাস ,ট্রাম, অটো,মেট্রো প্রভৃতি চালানো হচ্ছে। সেক্ষেত্রে আরও বেশ কিছুদিন সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারতীয় স্বাধীনতা দিবসে শ্রদ্ধার্ঘ্য জানাতে বড় সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের । এম ভারত নিউজ

৭৫ তম স্বাধীনতা দিবসে ভারতকে বড় সম্মান জানানো হতে চলেছে যুক্তরাষ্ট্রের তরফে । জানা যাচ্ছে ঐদিন মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত সমস্ত ভারতীয় কর্মকর্তারা এই ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি আগামী ১৫ ই আগস্ট নিউইয়র্কের জিরো পয়েন্টে, এবং টাইম স্কোয়ারে সর্ববৃহৎ পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কেবলমাত্র […]
national_741

Subscribe US Now

error: Content Protected