ফের মেয়াদ বাড়ল করোনাকালীন বিধিনিষেধের। রাজ্য করোনাকালীন কঠিন পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত নয় সাধারণ মানুষ । আর সেই কথা মাথায় রেখে ফের ১৫ দিনের জন্য বিধিনিষেধ বাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে আগামী ৩০ আগস্ট পর্যন্ত থাকছে রাজ্যের করোনাকালীন বিধিনিষেধ। আজ এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান,” করোনাকালীন সংক্রমণের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ট্রেনে নিয়ম মেনে চলার কথা ঘোষণা করা হয়েছিল আগেই। কিন্তু নিয়ম মানা তো দূরের কথা, গাদাগাদি করে সবাই চলাচল করছে । যার ফলে সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই দূরবর্তী ট্রেন, বাস, মেট্রো, অটো, টোটো চলছে। তবে সেক্ষেত্রে লোকাল ট্রেন চালাতে আরও কিছু দিন সময় নিচ্ছি।”
এছাড়া লোকাল ট্রেন না চালানোর ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, লোকাল ট্রেন না চালানোর কারণে স্বভাবতই সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। তবে সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বর মাসে করোনার তৃতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও তিনি বলেছেন, ইতিমধ্যেই বাস ,ট্রাম, অটো,মেট্রো প্রভৃতি চালানো হচ্ছে। সেক্ষেত্রে আরও বেশ কিছুদিন সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে।