গত শনিবারই বিগত ২১ বছরের খরা কাটিয়ে ভারোত্তোলনে দেশকে রুপো এনে দিয়েছিলেন মীরাবাঈ চানু। এবারের অলিম্পিকের মঞ্চ থেকে চানুর হাত ধরেই ভারতের প্রথম পদকটি আসে । প্রধানমন্ত্রীসহ দেশের শুভাকাঙ্খীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছিলেন তাঁকে। আজ বিকালে মীরাবাঈ চানু দেশে ফিরে আসেন। দেশে ফিরে এই মনিপুরী অ্যাথিলিট তাঁর নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে ধন্যবাদ জানান তাঁকে এত ভালোবাসা দেওয়ার জন্য।

আজ বিকালে বিমানবন্দরে পা রাখা সাথে সাথেই চানুকে ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে বরণ করে নেয় অগণিত ভক্ত। মনিপুরের মুখ্যমন্ত্রী চানুর এই নজিরবিহীন সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। দেশে ফেরার সাথে সাথেই রাজ্যের মুখ্যমন্ত্রী চানুকে মনিপুরের অতিরিক্ত পুলিশের আধিকারিক পদে নিযুক্ত করার কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান আগামীকাল সরকারি ভাবে অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হবে।