টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড়দের তালিকা প্রকাশ করলেন ব্র্যাড হগ। জানা যাচ্ছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে অনুষ্ঠিত হতে চলেছে। প্রত্যেক দলের মত এবার ভারতের সেরার সেরা ১১ জন খেলোয়াড়কে খুঁজে নিতে উদ্যত হলেন ব্র্যাড হগ। আর সঠিক মূল্যায়নের শেষে অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার ব্র্যাড হগ ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনকে বেছে নিয়েছেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই খেলোয়াড়দের সেরার সেরা তালিকায় জায়গা পেলেন না ভারতের অন্যতম বিখ্যাত খেলোয়াড় শিখর ধাওয়ান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দলে যারা রয়েছেন, তাঁরা হলেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কে এল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, শারদুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ।

এ প্রসঙ্গে ব্র্যাড হগ বলেন, “বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার ভারতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান হবেন । আমি শিখর ধাওয়ানকে নিয়ে কিছুটা কঠোর হব, তবে মিডল অর্ডারে কিছু আক্রমণাত্মক খেলোয়াড়ের প্রয়োজন হবে এবং এ কারণেই বিরাট কোহলিকে খেলানো জরুরি। আমি সুর্যকুমার যাদবকে আমার দলে তিন নম্বরে রাখব। আমি মনে করি তার বহুমুখিতাটি ব্যাটিং লাইন আপে কিছুটা মশলা যোগ করবে। কে এল রাহুল চার নম্বরের দৃঢ় প্রতিযোগী। পাঁচ নম্বরে ঋষভ পন্থ, আমি তাকে ফ্লোটার হিসাবে ব্যবহার করতে চাই।