Read Time:57 Second
কিছুদিন আগেই হাওড়া হাসপাতালের সুপার করোনায় আক্রান্ত হয়েছিলেন আর এবার করোনা আক্রান্ত আরজিকর হাসপাতালের সুপার ৷ এর আগে ওই হাসপাতালের এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ তখন আরও ৯ জন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল ৷ হাওড়া হাসপাতালের সুপারকে এম আর বাঙ্গুরে ভর্তি করানো হলে রিপোর্ট পজিটিভ আসে । এরপর সুপারের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল ৷ পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা হোম কোয়ারেন্টাইনে গিয়েছিলেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের প্রায় ২০০ জন আধিকারিক।
