Read Time:1 Minute, 24 Second
সুশান্ত সিং রাজপুত মৃত্যুতে মাদক মামলায় জেল হেফাজতের মেয়াদ বাড়ল রিয়া চক্রবর্তীর। আগামী ৬ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেই রাখা হবে তাঁকে। ইতিমধ্যেই বম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন রিয়া ও তাঁর ভাই সৌভিক। ২৩ সেপ্টেম্বর সেই মামলার শুনানি রয়েছে। ১৪ জুন বান্দ্রান ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। পরে অভিনেতার মৃত্যুতে প্রাক্তন বান্ধবী রিয়াকেই নিশানা করে সুশান্তের পরিবার। রিয়ার নামে মামলা দায়ের করা হলে সুপ্রিম কোর্টের নির্দেশে সুশান্ত মামলা সিবিআইয়ের হাতে ওঠে। টাকা নয়ছয়ের অভিযোগে মামলা দায়ের করে ইডি। হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্রে উঠে আসে মাদক যোগের বিষয়টি। যার তদন্তে এনসিবি। এই সংস্থার রুজু করা মামলার প্রেক্ষিতেই আপাতত বাইকুল্লা জেলে বন্দি রিয়া সহ বাকি অভিযুক্তরা।
