বড়দিনে মুক্তি পেতে চলেছে রিচা চাড্ডা অভিনিত ছবি ‘শকিলা’ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 49 Second

এ বছর বড়দিনে মুক্তি পেতে চলেছে অভিনেত্রী রিচা চাড্ডা অভিনিত ছবি ‘শকিলা’ তাও একেবারে বড়পর্দায়ে। নিজের অভিনয় দক্ষতায়ে তিনি বরাবরই দর্শকদের মুগ্ধ করেছেন। পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশ পরিচালিত এই ছবিটিতেও তাঁকে খুব আকর্ষণীয় একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। ছবতে তাঁকে দেখা যাবে ৯০ দশকের কেরলের একজন নামী আডাল্ট ছবির অভিনেত্রী হিসেবে। ছবিটিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, দক্ষিনী অভিনেতা রাজিভ পিল্লাই প্রমুখ অভিনেতারা। প্রসঙ্গত ছবিটি মূল বিষয়টির সাথে অভিনেত্রীর নিজের অভিজ্ঞতা জড়িত বলেই তিনি জানিয়েছেন রাজীব। তাই ছবিটিকে তিনি তার প্যাশন প্রজেক্ট বলে মনে করেন।

এই করোনা আবহে লকডাউন থাকার জন্য বেশ কিছুদিন পুরোপুরিভাবেই বন্ধ ছিল সিনেমা হলগুলি, যার জন্য কয়েকটি সিনেমা থিয়েটারে বড় পর্দায়ে মুক্তি পায়নি। লকডাউন উঠে যাওয়ার পর থেকে সিনেমা হল্গুলিকে যথেষ্ট সাব্ধানতার সাথে খোলা হলে একে একে মুক্তি পায় অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনিত ‘সুরজ পে মঙ্গল ভারি’ এবং তিলোত্তমা সোমের ‘স্যার’। ‘শাকিলা’ এ হল তৃতীয় বলিউড ছবি যা লকডাউন পিরয়ডের পর থিয়াটারে মুক্তি পেতে চলেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আজ কৃষক সংগঠনগুলিকে বৈঠকের আমন্ত্রণ কৃষিমন্ত্রীর । এম ভারত নিউজ

অবশেষে টনক নড়ল কেন্দ্রের। কৃষক সংগঠনগুলিকে আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার বিকেল ৩টেয় দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।কৃষিমন্ত্রী বলেন, “প্রতিবাদ ছেড়ে আলোচনায় বসার জন্য আমরা কৃষকদের অনুরোধ জানাচ্ছি।” প্রসঙ্গত কয়েকদিন আগে প্রতিবাদস্থল সরিয়ে নেওয়া হলে আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected