এ বছর বড়দিনে মুক্তি পেতে চলেছে অভিনেত্রী রিচা চাড্ডা অভিনিত ছবি ‘শকিলা’ তাও একেবারে বড়পর্দায়ে। নিজের অভিনয় দক্ষতায়ে তিনি বরাবরই দর্শকদের মুগ্ধ করেছেন। পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশ পরিচালিত এই ছবিটিতেও তাঁকে খুব আকর্ষণীয় একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। ছবতে তাঁকে দেখা যাবে ৯০ দশকের কেরলের একজন নামী আডাল্ট ছবির অভিনেত্রী হিসেবে। ছবিটিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, দক্ষিনী অভিনেতা রাজিভ পিল্লাই প্রমুখ অভিনেতারা। প্রসঙ্গত ছবিটি মূল বিষয়টির সাথে অভিনেত্রীর নিজের অভিজ্ঞতা জড়িত বলেই তিনি জানিয়েছেন রাজীব। তাই ছবিটিকে তিনি তার প্যাশন প্রজেক্ট বলে মনে করেন।
এই করোনা আবহে লকডাউন থাকার জন্য বেশ কিছুদিন পুরোপুরিভাবেই বন্ধ ছিল সিনেমা হলগুলি, যার জন্য কয়েকটি সিনেমা থিয়েটারে বড় পর্দায়ে মুক্তি পায়নি। লকডাউন উঠে যাওয়ার পর থেকে সিনেমা হল্গুলিকে যথেষ্ট সাব্ধানতার সাথে খোলা হলে একে একে মুক্তি পায় অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনিত ‘সুরজ পে মঙ্গল ভারি’ এবং তিলোত্তমা সোমের ‘স্যার’। ‘শাকিলা’ এ হল তৃতীয় বলিউড ছবি যা লকডাউন পিরয়ডের পর থিয়াটারে মুক্তি পেতে চলেছে।