Read Time:1 Minute, 14 Second
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত শুরু করার পরই প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিটানি । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে দুই কর্মী নীরজ এবং দীপেশকে জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা । রিয়া চক্রবর্তীকে পরপর দু’ দফায় জিজ্ঞাসাবাদ করে এনফোন্সমেন্ট ডিরেক্টরেট। যেখানে অঙ্কিতা লোখন্ডের ফ্ল্যাটের ইএমআইয়ের বিষয়ে উল্লেখ করেন রিয়া। যদিও রিয়ার ওই দাবি নস্যাত করে দেন অঙ্কিতা। নিজের ব্যাঙ্কের স্টেটমেন্ট প্রকাশ করে অঙ্কিতা স্পষ্ট জানিয়ে দেন, রিয়ার যা বলছেন, তা পুরোপুরি মিথ্যে। এবার রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তবে কখন রিয়াকে জিজ্ঞসাবাদ করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ।
