তিলোত্তমার রাস্তা জল থইথই, গাড়ি সরাতে ৫০০ টাকা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 59 Second

দিনভর বৃষ্টিতে নাজেহাল কলকাতা। গতকাল মাঝ রাত থেকেই তুমুল বৃষ্টিতে জল যন্ত্রণায় শহরবাসী। ছুটির দিনে বাইরে বেরোতে না হলেও আজ সপ্তাহের শুরুতে সেই দুর্ভোগ চরমে উঠেছে শহরবাসীর। যান চলাচলে বিপত্তি নজরে পড়ছে সকাল থেকেই। এমন সময় নিত্যযাত্রীদের হাতের কাছে মিলছে উপায়। ১০০ বা ১৫০ মিটার জল পেরিয়ে গাড়ি বার করতে পারলেই ৪০০ থেকে ৫০০ টাকা গুনতে হচ্ছে ভুক্তভোগীদের। এই কাজে যুক্ত রয়েছেন স্থানীয় যুবকরা,তাদের দাবি কেউ দিচ্ছেন ৩০০ কেউ ৪০০। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে এই ব্যাপক বৃষ্টি। মহানগরে দফায় দফায় বৃষ্টির জেরে ব্যাহত জনজীবন। আগামী ৪৮ ঘন্টায় এই আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কেবল কলকাতা নয় উত্তরের দমদম থেকে দক্ষিণে যাদবপুর সর্বত্র একই ছবি। উচু রাস্তা থেকে খানা খন্দ বৃষ্টির জলে পরিপূর্ন। কোমর জল পেরিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। এদিকে বৃষ্টিপাতের জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। দমদম – বিবাদিবাগ রেল পরিষেবা আপাতত বন্ধ। হাওড়া টিকিয়াপাডা কারশেডে জমেছে হাঁটু জল। কলকাতা কর্পোরেশনের তরফে জানানো হয়েছে লকগেট গুলো খুলে দেওয়া হয়েছে। ৭৬ টি পাম্পিং মেশিন অস্থায়ী ভাবে কাজ করছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সারদা কর্তার মুক্তির আবেদন আদালতে । এম ভারত নিউজ

রাজ্যে যে কয়েকটি বেআইনি অর্থলগ্নি সংস্থা মাথাচাড়া দিয়ে উঠেছিল তার মধ্যে অন্যতম একটি সারদা। ২০১৩ সালে আর্থিক তছরুপির অভিযোগে গ্রেপ্তার করা হয় সারদা কর্তা সুদীপ্ত সেনকে। ৭ বছর ১১ মাস জেলে বন্দী রয়েছেন তিনি। আজ সারদা কর্তার জামিনের আবেদনে ইডি – র আদালতে সওয়াল করলেন সুদীপ্ত সেনের আইনজীবী। ৭ বছর […]

Subscribe US Now

error: Content Protected