নেট দুনিয়ায় এখন অন্যতম চর্চার বিষয় শ্রাবন্তী-রোশনের সম্পর্ক। বেশ কয়েকদিন ধরেই এই সেলিব্রেটি জুটিকে বেশ জল্পনা চলছে। শ্রাবন্তীর তৃতীয় বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা তর্ক-বিতর্ক, ট্রোলও হয়। এসবের মাঝে রবিবার রোশন তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিতে উল্লেখ রয়েছে তারিখও। ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ি ঝরনার সামনে দাঁড়িয়ে রয়েছেন রোশন৷ নেটিজেনরা বলছে, তবে কি সব কিছু থেকে ব্রেক নিয়ে কিছুদিন পাহাড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রোশন? রোশন অবশ্য এ ব্যাপারে মুখ খোলেননি।
প্রসঙ্গত কয়েকদিন ধরেই শ্রাবন্তীর তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এমনকি শ্রাবন্তীর সঙ্গে রোশন যে দুর্গাপুজোর আগে থেকেই একসঙ্গে থাকছেন না সেখবরও দেন রোশন নিজেই। এমনকী, শ্রাবন্তী তাঁকে আনফলো করে দেওয়ার পর, রোশনও শ্রাবন্তীকে আনফলো করে দেন ৷ ইনস্টাগ্রামে একটা ছবিও জুটির নেই। এসবের মাঝে নতুন ফিটনেস হাবের উদ্বোধন করেন অভিনেত্রী। যদিও কিছুদিন আগে একটি জিমের উদ্বোধনে বরের সঙ্গে অভিনেত্রীকে দেখা গেলেও ফিটনেস হাব উদ্বোধনে অভিনেত্রীকে একাই দেখা যায়। তবে কি সত্যিই সম্পর্কে চিড় ধরেছে?। সে ব্যাপারে চর্চিত এই জুটি সরাসরি কিছু না বললেও নেটিজেনরা কিন্তু তাঁদেরকে নিয়ে বেশ চর্চা শুরু করে দিয়েছেন তা বলাই বাহুল্য।