নিজস্ব সংবাদদাতা, নিউটাউন : অজ্ঞাত পরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিউটাউন বাগজোলা খাল থেকে উদ্ধার হয় ওই মহিলার মৃতদেহ। এই ঘটনাটি ঘটেছে নিউটাউনের সাত্রাগাছি এলাকায়। পুলিশের অনুমান খুন করা হয়েছে ওই মহিলাকে। পোশাক ও হাতের বালা দেখে পুলিশের প্রাথমিক অনুমান অবাঙালি মহিলা। জগৎপুর এলাকার দিক থেকে খালে ভেসে সাত্রাগাছি এসে ময়লার মধ্যে মৃতদেহ আটকে থাকে।
উল্লেখ্য আজ সকালে খাল পরিষ্কার করতে এসে কর্মরত কর্মীরা দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে এই লাশটি দেখতে পায় । এরপরেই তৎক্ষণাৎ নিউটাউন থানায় খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তিন চারদিন আগে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি ভদ্রমহিলার পরিচয় কি বা কোথা থেকে এসেছে এই লাশ টি। তবে এই মৃত্যুর সঙ্গে রাজনৈতিক ব্যক্তিবর্গের কোন যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।