আজ বিকেলে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। ফল প্রকাশের পর জানা যায় ৪৯৯ নাম্বার পেয়ে রাজ্যে এককভাবে সর্বোচ্চ স্থানে রয়েছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কান্দির রুমানা সুলতানা। অতিমারির কারণে এবছর পরীক্ষার না হওয়ায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ফলাফলের মেরিট তালিকা ঘোষণা করেনি।জানা যাচ্ছে রুমানার মা বাবা দুজনেই পেশায় স্কুলশিক্ষক। ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল রুমানা। সে তাঁর মেধাবীস্বত্তার পরিচয় দেখিয়েছিল ২০১৯ সালের মাধ্যমিকের ফলাফলে। সেবারে রাজ্যে পঞ্চম স্থান অর্জন করেছিল রুমানা।

ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। সেই ইচ্ছা পূরণের লক্ষ্যেই সে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়া শুরু করেছিল। উচ্চমাধ্যমিকের ফাইনাল পর্বের পরীক্ষা না হলেও একাদশ শ্রেণীতে ভালো নাম্বার থাকার কারণে উচ্চমাধ্যমিকে ৪৯৯ নাম্বার পেয়ে সর্বোচ্চ স্থান দখল করল রুমানা। তাঁর এই অভাবনীয় সাফল্যে পরিবারের সকলেই খুব খুশি হয়েছে। প্রতিবেশী এবং সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকারাও অভিনন্দন জানিয়েছেন রুমানাকে । ভবিষ্যতে রুমানা সুলতানা একজন ভালো মানুষ হওয়ার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চায়।