অধিকাংশ লক্ষ্যই পূরণ হয়েছে, এমনই দাবী রাশিয়ার । ইউক্রেনে সামরিক অভিযানের ৩০ দিন পেরিয়ে গেছে । আর এই পরিস্থিতিতেই অধিকাংশ লক্ষ্য পূরণ হওয়ার দাবী করল পুতিনের রাষ্ট্র । জানা গেছে, এবার ডনবাস অঞ্চলকে সম্পূর্ণ স্বাধীন করার লক্ষ্যেই এগোবে তারা । যদিও এখনও পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ নিজের দখলে আনতে পারেনি রাশিয়া । মারিউপোলের মতো শহরে লাগাতার হামলা করলেও সেগুলিকে সম্পূর্ণ দখল করতে পারেনি পুতিনের বাহিনী।
আসলে ইউক্রেনের জোরদার প্রতিরোধে বার বার পিছিয়ে পড়তে হচ্ছে তাদের । তবে একথা একেবারেই মানতে নারাজ রুশ বাহিনী । রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান সের্গেই রুডস্কোই জানান, “প্রথম পর্যায়ের সামরিক অভিযান প্রায় শেষের দিকে। অধিকাংশ লক্ষ্যই পূরণ হয়েছে। এবার আমাদের পরবর্তী লক্ষ্যের জন্য ঝাঁপাব। ইউক্রেনের সেনার প্রতিরোধ ক্ষমতা নিম্নমুখী। ফলে এবার সহজে মূল লক্ষ্যপূরণ করা সম্ভব হবে- ডনবাসকে স্বাধীন করা।” অবশ্য আরও শক্ত হাতেই ইউক্রেনের বিরুদ্ধে লড়ার ইঙ্গিত দিল রাশিয়া । তাদের কথা অনুযায়ী, ন্যাটো ইউক্রেনের আকাশপথ বন্ধ করার পথে হাঁটলে, সে দেশের একাধিক শহরে এবার সরাসরি অভিযান চালাবে সেনা।