কংগ্রেস ছাড়ছেন না শচীন পাইলট, দিল্লিতে ইঙ্গিত কংগ্রেসের নেতার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 6 Second

কংগ্রেস ছাড়ছেন না শচীন পাইলট, দিল্লি পৌঁছে এমনই এক বার্তা দিলেন তিনি। গত কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন শচীন পাইলট। সম্ভবত দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি ,ঠিক এমনই এক জল্পনা থেকে বারবার উঠে এসেছে তাঁর নাম। বিজেপির জনপ্রিয় নেত্রী রিতা বহুগুণা যোশীর করা এই মন্তব্যের জেরে তৈরি হওয়া সমস্ত জল্পনার অবসান ঘটাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। জানা যাচ্ছে রাজস্থানের মন্ত্রিসভায় নিজের বিধায়কদের স্থান করে দিতেই দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করতেও পারেন তিনি।

এছাড়াও পরবর্তীতে সপ্তাহান্তে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গত বছর নিজের দলের প্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি।পরবর্তীতে দলে যোগদান করলেও পুরনো সম্মান ফিরে পাননি শচীন। সেই প্রসঙ্গে আগেই তিনি বলেন, ‘১০ মাস হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম যে কমিটি খুব শীঘ্র সব বিষয়ে পদক্ষেপ নেবে। আমাদের সরকারের মেয়াদের আর্ধেক শেষ হয়েছে। তবে সমস্যা মেটানো সম্ভব হয়নি। এটা দুঃখের বিষয়, যে কর্মীরা নিজেদের সর্বস্ব দিয়ে দলের হয়ে কাজ করছেন, তাঁদের কথা শোনা হচ্ছে না। আমরা সরকার গঠন করতে পেরেছিলাম এই কর্মীদের পরিশ্রমের উপর ভর করেই।’

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই বিজেপির এই নেত্রী বহুগুণা যোশি এক সংবাদ মাধ্যমে তাঁর সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘উত্তর ভারতে কংগ্রেস নিজেদের জমি হারিয়ে ফেলেছে। তাদের দলের উপর থেকে মানুষের আস্থা সরে যাচ্ছে। আমি সচিনকেও ফোন করে বলেছি যে তোমার মতো মানুষের ইতিবাচক রাজনীতিতে থাকা উচিত। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে সমর্থন করা উচিত।’ তবে এই প্রসঙ্গে শচীন পাইলট তাঁর বিবৃতিতে জানান,’রীতা বহুগুণা যোশী দাবি করেন যে তিনি সচিনের সঙ্গে কথা বলেছেন। হয়ত তিনি সচিন তেন্ডুলকরের সঙ্গে কথা বলেছিলেন। আমার সঙ্গে কথা বলার সাহস তাঁর নেই।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি শিবমায়ানন্দ মহারাজ । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ করোনা আক্রান্ত হয়ে,না ফেরার দেশে চলে গেলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি শিবমায়ানন্দ মহারাজ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। এই ঘটনায় ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে রামকৃষ্ণ মিশন মঠে। প্রসঙ্গত উল্লেখ্য করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি। মূলত কোভিড এবং নিউমোনিয়ার […]

Subscribe US Now

error: Content Protected