শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সাধন পান্ডে। এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 21 Second

ফের শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সাধন পান্ডে। জানা যাচ্ছে মূলত শ্বাসকষ্টজনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তিনি। তবে শ্বাসকষ্টের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে, শুক্রবার তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ৷ বর্তমানে ওই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নবারুণ রায়ের তত্বাবধানে রয়েছেন তিনি ৷ তবে এই প্রথম নয় কিছুদিন আগেও শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। হাসপাতাল সূত্রে খবর মূলত শ্বাসকষ্ট, কাশির পাশাপাশি অস্বাভাবিক রক্তচাপের সমস্যাতেও আক্রান্ত তিনি ৷ শুধু তাই নয় পাশাপাশি তাঁর শারীরিক সমস্যার কথা বিবেচনা করে বর্তমানে আইসিউ বিভাগে রাখা হয়েছে তাঁকে। বেশ কয়েকটি পরীক্ষার পরে জানতে পারে গেছে রক্তচাপ জনিত সমস্যার কারণে হার্টবিটও বেড়ে গিয়েছে অনেকটাই ৷ বর্ষীয়ান এই নেতার শারীরিক অসুস্থতা থাকলেও বর্তমানে বেশ কিছুটা স্থিতিশীল রয়েছেন তিনি। জানা যাচ্ছে করোনাকালীন পরিস্থিতিতে শারীরিক অসুস্থতার কারণে করোনা পরীক্ষাও করা হবে তাঁর।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচন ২০২১ এর সময় ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতাল মুখি হয়েছিলেন বর্ষিয়ান নেতা সাধন পান্ডে। তারপর বেশ কিছুটা সুস্থ হলেই বাড়ি ফিরিয়ে দেওয়া হয় তাঁকে । কিন্তু বর্তমানে পুনরায় শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে দ্বারস্থ হতে হয়েছে বর্ষীয়ান এই নেতাকে। ইতিমধ্যেই দলের তরফ থেকে তাঁর প্রতি সুস্থতা কামনা করেছেন অনেকেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে দিল্লির পথে রাজ্যপাল। এম ভারত নিউজ

আজ সকাল সকাল দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। জানা গেছে ইতিমধ্যে সকাল ১০:২০র বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি । মূলত মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে ভোট পরবর্তী পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের বর্তমান […]

Subscribe US Now

error: Content Protected