সেফ হোমে রূপান্তরিত হতে চলেছে রাজ্যের স্কুল গুলি। এবার রাজ্যে করোনা মোকাবিলায় এমনটাই সিদ্ধান্ত নিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। এই মর্মে জেলাশাসকদের চিঠি পাঠিয়ে স্কুলগুলি স্যানেটাইজড করার নির্দেশও দেওয়া হয়েছে।

রবিবারই জেলাশাসকদের চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। স্কুল গুলিকে স্যানেটাইজ করে সেফ হোমের উপযুক্ত করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলি পরিস্কার করে জীবাণু মুক্ত করার পরই তার ভিত্তিতে রিপোর্ট পাঠাতে হবে সরকারের কাছে। এর পরই স্কুলগুলিকে ব্যবহার করা হবে সেফ হোম হিসেবে।
তবে কোন কোন স্কুল গুলিতে বানানো হয়ে সেফ হোম, তা ঠিক করার দায়িত্ব জেলাশাসকদের উপরেই দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
২০২০ সালের মার্চ মাসের শেষ থেকেই বন্ধ রাজ্যের সমস্ত স্কুল। কবে খুলবে স্কুলগুলি সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি সরকারেরি তরফে। এরই মধ্যে করোনা মোকাবিলায় এহেন বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর।
স্কুলগুলিতে সেফ হোম চালু হলে তা লক্ষাধিক মানুষের কাজে আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।