শনিবার ঠিক বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছন সলমন খান। চোখে কালো সানগ্লাস। পরনে আকাশনীল হাফ-হাতা শার্ট আর ডেনিম। ডান হাতে সিগনেচার মার্ক রিস্টলেট। কালো রঙের বিলাসবহুল গাড়ি থেকে নেমেই হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এগিয়ে যান সল্লু। সুপারস্টারকে অভ্যর্থনা জানাতে তখন বাড়ির গেটের সামনেই দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী।
ভিডিয়োতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর দিকে হাত জোর করে এগিয়ে যাচ্ছেন সলমন। তাঁকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সলমনের পাশে দেখা যায় নিরাপত্তারক্ষী শেরা সহ অন্যান্যদের। মুখ্যমন্ত্রীর কথাতে সামনে ভিড় করে থাকা সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন সলমন খান। চিত্র সাংবাদিকদের উদ্দেশে পোজ দেন, তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গেই ঢুকে পড়েন তাঁর বাড়িতে।
দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় এসে ভক্তদের মন জয় করলেন ভাইজান। এসেছেন দাবাং ট্যুরে। সঙ্গে একগুচ্ছ স্টার থাকলেও এ দিন কেবল ফোকাসে সলমন। আলিপুরের এক বিলাসবহুল হোটেলে শুক্রবার রাত্রিযাপন করেছেন ৫৭ বছর বয়সী ‘বজরঙ্গি ভাইজান’। শনিবার সকাল থেকেই ইস্টবেঙ্গল ক্লাবের চারপাশে ভক্তদের উপচে পড়া ভিড়। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে এই চত্বর।
এরই মাঝে, বিকেল ৪টে ২০মিনিটে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান সলমন। তাঁকে স্বাগত জানানোর জন্য অগুণতি ভক্তদের সঙ্গে অপেক্ষা করছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সলমনের কনভয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে পৌঁছনো মাত্রই তাঁকে স্বাগত জানাতে ঘরের দরজা থেকে এগিয়ে আসেন দিদি। অপেক্ষায় থাকা সকলের উদ্দেশে হাত নেড়ে পাল্টা ভালবাসা জানান ভাইজানও।
এদিন মুখ্যমন্ত্রী হাত জোড় করে নমস্কার করলে সলমান সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফেলেন। এরপর সলমন মুখ্যমন্ত্রীর ঘরে ঢোকেন। প্রায় আধঘণ্টা সেখানে ছিলেন বলিউড স্টার। এরপর বেরিয়ে যান। তাঁকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে সঙ্গে যান মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী বাড়ির সামনে থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন। জানান, আজ সলমনকে কাছে পেয়ে ভালো লাগল। তবে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।