করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ নাজেহাল হয়েছে মহারাষ্ট্র । ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকারের তরফ থেকে বেশ কয়েকটি কোভিড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সর্বপ্রথম আংশিক লকডাউন এবং নাইট কারফিউ শুরু হয়েছিল এই রাজ্যে। তারপর ১৪৪ ধারা জারি করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। বর্তমানে এই রাজ্যে মৃত্যুর মিছিল দেখতে পাওয়া যাচ্ছে । তাই ফ্রন্টলাইনার হিসেবে কর্মরত, সমস্ত ডাক্তার , নার্স ,স্বাস্থ্যসেবকদের সময় নেই বাড়িতে যাওয়ার। পাশাপাশি নাওয়া-খাওয়া ভুলে এক ভাবে সেবা করে যাচ্ছেন ।কোভিড আক্রান্ত মানুষদের। তাই তাঁদেরকে সামান্যতম খাবারের ব্যবস্থা করে দিলেন বলিউডের ভাইজান সালমান খান। এর আগে ও ২০২০সালের প্রথম ঢেউয়ে নাজেহাল হওয়া বিশ্বে ভারতের সমস্ত গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি ।সেই মুহূর্তে রাস্তায় থাকা মানুষদের শুকনো খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। তবে এবার শুধু সাধারণ মানুষ নয় মুম্বাই শহরে নেমে করোনা দমনে যারা কর্মরত তাঁদের মুখে অন্ন তুলে দেওয়ার চেষ্টায় সচেষ্ট হলেন সালমান খান। এই প্রসঙ্গে যুবনেতা রাহুল কানাল জানিয়েছেন, ফ্রন্টলাইনারদের খাবার দেওয়ার বিষয় নিয়ে ইতিমধ্যেই এক দীর্ঘ আলোচনায় বসে ছিলেন তাঁরা । বিশেষত মহারাষ্ট্র লকডাউন হওয়ার কারণে মাত্র চার ঘণ্টার জন্য খোলা থাকছে সমস্ত দোকানগুলি। করোনা যোদ্ধাদের জন্য খাবার দিতে তাঁর কোম্পানির গাড়ি গুলিকে ইতিমধ্যেই রাস্তায় নামিয়েছেন সালমান খান। বিশেষত যে সমস্ত খাবারগুলি দেওয়া হয়ে থাকবে বলে জানা যাচ্ছে তা হল চা, মিনারেল ওয়াটার, বড়া পাও, উপমা, স্ন্যাক ,বিস্কিটের প্যাকেট ,প্রভৃতি। তবে কীভাবে পাবেন এই খাবার করোনা যোদ্ধারা ?হ্যাঁ ,এখানেও একটি ব্যবস্থা করা হয়েছে ।শুরু করা হয়েছে নতুন হেল্পলাইন নাম্বার। হেল্পলাইন নাম্বারে ফোন করলেই খাবার পৌঁছে যাবে তাঁদের কাছে ।
করোনা যোদ্ধাদের জন্য বিনামূল্যে খাদ্যের ব্যবস্থা সলমানের । এম ভারত নিউজ
Read Time:3 Minute, 0 Second