0
0
Read Time:1 Minute, 26 Second
সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও মিথ্যা অতিরঞ্জিত চিত্রনাট্য তৈরী করছে বাম-বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই দাবি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের।
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা’র অভিযোগ বিরোধীরা গ্রামের মহিলাদের উস্কানি দিচ্ছে ও ভুল বোঝাচ্ছে। একইসঙ্গে তিনি বলেছেন সিপিএম-বিজেপির যে সমস্ত নেতারা গ্রেফতার হয়েছেন, তাদের জন্যই শুধু চিন্তিত তারা।
মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে নির্যাতনের বিষয় স্পষ্ট কোনো প্রমাণ নেই, সবটাই শোনা গল্প বলেও মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এরপরই শশী পাঁজা এও বলেছেন রাজ্য মহিলা কমিশন, পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে রিপোর্ট দিলে দোষীরা উপযুক্ত শাস্তি পাবেন।