
পূর্ণ মর্যাদায় বিদায় জানানো হল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে । আজ কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে । মহানগরের রাজপথে শোকযাত্রায় তাঁর সঙ্গে হাটলেন বহু মানুষ । ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বহু গুণীজনেরা । গানে গানে বিদায় দেওয়া হল তাঁকে । শোকযাত্রার সময়ে ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মত । কেউ ফুল ছুঁড়ে কেউ প্রণামের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন । গতকাল প্রয়াত হয়েছেন সঙ্গিত শিল্পী । এরপর কাল রাত্রে পিস ওয়ার্ডে তাঁর দেহ রাখা হয় । আজ সকালে রবীন্দ্র সদনে প্রয়াত শিল্পীকে শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, মুনমুন সেন-সহ আরও অনেকে। বিকেলে রবীন্দ্রসদন থেকে শোকযাত্রা পৌঁছল কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে পূর্ণ মর্যাদায়, গান স্যালুটের পর অবশেষে সম্পন্ন হল শেষকৃত্য।