সোনালীর পর এবার তৃণমূলের ফিরতে উদগ্রীব তৃণমূল ত্যাগী সরলা। বিজেপিতে যোগ দিয়ে ভুল করেছেন, অনুশোচনা নিয়েই তৃণমূলের ছত্রছায়ায় আরও একবার ফিরতে চান মালদহের হাবিবুরের সরলা মুর্মূ। ২০২১ বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়েছিল তৃণমূল শিবিরের তরফ থেকে। তবে প্রার্থী তালিকা প্রকাশের পর এই তৃণমূলের এই সিদ্ধান্তকে হাওয়ায় উড়িয়ে বিজেপিতে যোগদান করেন তিনি।
মূলত হাবিবপুর থেকে প্রার্থী করা হয়েছিল সরলাকে কিন্তু তিনি প্রার্থী হতে চেয়েছিলেন মালদা থেকে। আর সেই আবদার না মেনে নেওয়ার ফলে বিজেপিতে যোগদান করেন তিনি। পরবর্তীতে সেই কারণেই ওই আসনে তৃণমূলের নতুন প্রার্থী ঘোষণা করতে হয়। বিজেপিতে যোগদান করার পরেও ভরাডুবি ঘটে সেখানেও, আর সেই কারণেই এবার আবারও সোনালীর দেখানো পথে তৃণমূলের ফেরার তাগিদে ক্ষমাপ্রার্থী তিনি। সরলা মুর্মূর দাবি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলত্যাগী নেতা নেত্রীদের ফেরার আহ্বান জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিতে চান তিনি।
সরলা বলছেন, ‘‘আমি তৃণমূলই করে এসেছি। ওখানে নেতৃত্ব দিতাম। আমি অনেক পদেও ছিলাম। বিজেপি-তে যাওয়াটা আমার ভুল হয়েছে। নিজেই বুঝতে পারছি, ভুল হয়েছে। ভোটপর্ব যখন চলে তখনই আমি বুঝতে পেরেছি। আমি ঘরের মধ্যেই ছিলাম। যারা রাগ, অভিমান করে দলত্যাগ করেছে তাঁদের দলে ফেরানোর জন্য দিদি বার্তা দিয়েছেন। তাঁর ডাকে আমি সাড়া দিচ্ছি। উনি আমাদের গ্রহণ করলে আমরা দিদির সঙ্গে অবশ্যই কাজ করব। যে ভাবে ওঁর সৈনিক হিসাবে কাজ করছিলাম। সেভাবেই কাজ করতে চাই।’’