উপনির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে ইতিমধ্যেই। জোর কদমে প্রচারকার্য চালাচ্ছে উভয়পক্ষই। আর আজ সেই প্রচারকার্যে বিজেপি প্রার্থীর হয়ে ভবানীপুরে প্রচার করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। ভবানীপুরের বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সঙ্গে আজ প্রচারকার্য চালাতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রীকে। আজ সকালেই জনসংযোগের উদ্দেশ্যে ভবানীপুর গুরুদুয়ারায় হাজির হয়েছিলেন তাঁরা। সেখান থেকেই রয় স্ট্রিটের উদ্দেশ্য যেতে দেখা যায় তাঁদের। প্রচারকার্য সম্পন্ন করতে ভবানীপুর রয় স্ট্রীট এলাকার প্রত্যেকটি বাড়ি বাড়ি ঘুরে প্রচার করতে দেখা গেল পেট্রোলিয়াম মন্ত্রীকে । এমনকি লর্ড সিন্হা রোডে পথসভা করার কথা রয়েছে তাঁদের।
৩০ সেপ্টেম্বর উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আর সেই উপনির্বাচনকে কেন্দ্র করেই দফায় দফায় প্রচার কার্য সম্পন্ন করছে উভয় দলই। ভবানীপুরে তৃণমূল প্রার্থী হয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে প্রতিরোধ করতে যথাযোগ্য প্রার্থী হিসেবে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় জনসংযোগ করতে দেখা গেছে এই আইনজীবীকে । কখনও ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, মর্নিং ওয়াক করতে গিয়ে জনসংযোগ করেছেন তিনি, তো কখনও চায়ের দোকানে। আবার কখনও সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সমস্যার কথা শুনে নিজের প্রচার করেছেন এই আইনজীবী। আর আজ কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে প্রচার সারতে দেখা গেল তাঁকে।