চালু হচ্ছে সাত্বিক ট্রেন, বড় ঘোষণা রেলের । এম ভারত নিউজ

Mbharatuser

খুব শীঘ্রই এবার বেশ কয়েকটি ট্রেনে আমিষ খাবার খাওয়া এবং সঙ্গে নিয়ে যাওয়া নিষিদ্ধ হতে চলেছে। দেশের বিভিন্ন প্রান্তে ধর্মস্থানের দিকে যায় এমন ট্রেনগুলিতেই এই নিয়ম চালু হতে চলেছে। ভারতীয় রেলওয়ের তরফে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া।

0 0
Read Time:2 Minute, 12 Second

খুব শীঘ্রই এবার বেশ কয়েকটি ট্রেনে আমিষ খাবার খাওয়া এবং সঙ্গে নিয়ে যাওয়া নিষিদ্ধ হতে চলেছে। দেশের বিভিন্ন প্রান্তে ধর্মস্থানের দিকে যায় এমন ট্রেনগুলিতেই এই নিয়ম চালু হতে চলেছে। ভারতীয় রেলওয়ের তরফে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া।

জানা গিয়েছে যে, একসঙ্গে সব জায়গায় এই নিয়ম চালু না হলেও এক এক করে ধর্মস্থানের দিকে যাওয়া সব ট্রেনগুলিতে চালু করা হবে। এই ট্রেনগুলিকে দেওয়া হবে সাত্বিক ট্রেনের সার্টিফিকেট । এর জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আলোচনা শুরু করেছে সাত্বিক কাউন্সিল অব ইন্ডিয়ার সঙ্গে । সাত্বিক কাউন্সিল এই ট্রেনগুলিকে সার্টিফিকেট দেওয়ার পরেই এই ট্রেনগুলি সাত্বিক হিসেবে বিবেচিত হবে।

সূত্রের খবর, এই উদ্যোগের শুরু করা হচ্ছে বন্দেভারত এক্সপ্রেসের মাধ্যমে। বৈষ্ণদেবী যাওয়া বন্দেভারত ট্রেন হোক বা রাম সম্পর্কিত জায়গায় পৌঁছে দেওয়া রামায়ণ স্পেশান ট্রেন হোক,কিংবা বারাণসী, বোধগয়া, অযোধ্যা, পুরী, তিরুপতি সহ দেশের অন্যান্য ধর্মস্থলগুলির দিকে যাওয়া ট্রেনগুলিকে সাত্বিক ট্রেন করার প্রস্তুতি শুরু হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, তীর্থস্থানের উদ্দেশ্যে ট্রেনে সফর করা বহু যাত্রী ট্রেনে পরিবেশন করা খাবার খান না। যাত্রীদের এই ধরনের সমস্যার সমাধান করার জন্য নতুন উদ্যোগ শুরু করতে চলেছে ভারতীয় রেলওয়ে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অযোধ্যা পাহাড়ে "মিশন নির্মল বাংলা" প্রকল্পের কর্মসূচী । এম ভারত নিউজ

আজ বিশ্ব শৌচালয় দিবস। এই বিশ্ব শৌচালয় দিবস উপলক্ষে শুক্রবার পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে অযোধ্যা পাহাড়ে " মিশন নির্মল বাংলা " প্রকল্পের একটি বিশেষ কর্মসূচীর আয়োজিত হলো । অযোধ্যা পাহাড়ের অন্তর্গত ময়ূর পাহাড় থেকে অযোধ্যা হিল টপ পর্যন্ত একটি সচেতনতামূলক র‌্যালির আয়োজন হয়।

Subscribe US Now

error: Content Protected