Read Time:1 Minute, 10 Second
আজ ৯ ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ছাতনা ব্লক এর শুশুনিয়া পাহাড়ের পাদদেশে শিউলিবনা গ্রামে রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হলো। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব ও রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি।
তিনি সশরীরে উপস্থিত থেকে আদিবাসী মানুষদের সঙ্গে কথা বলেন এবং ধামসা মাদলের সুরে, মাথায় ঘট নিয়ে আদিবাসী নৃত্যে গা ভাসান। এর পাশাপাশি আদিবাসী সমাজের উন্নয়ন প্রসঙ্গে বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কে নিয়ে ভবিষ্যতে কিছু উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে এবং আদিবাসীদের নিয়ে আদিবাসী ভাষায় একটি ফিল্ম করবেন।