করোনা অস্বস্তি কাটিয়ে সব আগের মতো স্থিতিশীল হলেও ফের সংক্রমণের মাত্রা হু হু করে বাড়ছে| করোনা আতঙ্কের জেরে ফ্রান্সে কঠোর বিধিনিষেধ চালু হয়েছে, স্বাস্থ্যবিধি বাধ্যবাধকতার পাশাপাশি অন্যান্য নিষেধাজ্ঞাও জারি করেছে ফ্রান্স| করোনাকে কাবু করতেই বজ্র আঁটুনিতে রাখতে চাইছে দেশকে|এছাড়াও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন বুধবার সংবাদমাধ্যমের সামনে জানান – ‘এখন আগামী তিন সপ্তাহ স্কুল বন্ধ থাকবে, শিক্ষাব্যবস্থা সব অনলাইনেই হবে ’| শুধু স্কুল বন্ধই নয় করোনাকে রুখতে নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে| শনিবার থেকে ফ্রান্সের ওপর আরও কঠোর বিধি আরোপ করা হয়েছে, জরুরী দোকানপাট ছাড়া কোনো দোকান বা বাজার খোলা থাকবেনা| প্রয়োজন না থাকলে কেউ বাইরে বেরোবে না, এলাকাবাসী বাড়ি থেকে ১০ কিলোমিটারের চেয়ে দূরে যেতে পারবেনা| ফ্রান্সের করোনা আক্রমণের সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রনি বলেছেন এখন থেকেই যদি সচেতন না হই তাহলে আমরা আমাদের পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারাবো| সুতরাং, মানুষের লাগাম ছাড়া হওয়াতে সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে গেছে|
ফ্রান্সে ২১ দিন বন্ধ স্কুল, জেনে নিন কেন । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 55 Second