শিশু পাচার চক্রে গ্রেপ্তার স্কুলের প্রিন্সিপাল। এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 40 Second

শিশু পাচার চক্রের সাথে জড়িত স্কুলের প্রিন্সিপাল সহ আরও ৮ জনকে আটক করল পুলিশ। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার কলাপাথর এলাকায়। শিশু পাচার চক্রের মূল অভিযুক্ত কলাপাথর এলাকার একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়া। রবিবার ভরদুপুরে শিশুগুলিকে মারুতিভ্যানে তোলার সময় সন্দেহ হয় স্থানীয় এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দারা জিজ্ঞাসাবাদ করায়, মারুতিভ্যানে থাকা মহিলাদের থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। গাড়ি আটক করে রেখে পুলিশে খবর দিলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশুগুলিকে উদ্ধার করে।

পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে জানতে পারে শিশু পাচার চক্রের সাথে যুক্ত রয়েছেন কলাপাথর এলাকার একটি স্কুলের শিক্ষক। একজন স্কুল শিক্ষক যে এইরকম শিশু পাচার চক্রের সাথে জড়িত থাকতে পারেন স্থানীয় বাসিন্দারা তা বিশ্বাসই করতে পারছেন না। জানা যাচ্ছে এই শিশুগুলি কে রাজস্থানে পাচার করার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। শিশু পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করায় উঠে আসে আরও এক নয়া তথ্য। কিছুদিন আগেই কমল কুমার রাজোরিয়া নিজের স্কুলেরই এক নিঃসন্তান শিক্ষিকাকে টাকার বিনিময়ে একটি ৯ মাসের শিশু বিক্রি করেছেন। তিনি আসানসোল, দুর্গাপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে টাকার বিনিময়ে ছোট ছোট শিশুদেরকে কিনে নিয়ে নিঃসন্তান দম্পতিদের ওই শিশুগুলিকে মোটা অংকের বিনিময়ে পাচার করতেন। সোমবার সকালে অধ্যক্ষ সহ বাকি ৮ জনকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।এই পাচার চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শীঘ্রই চালু হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প । এম ভারত নিউজ

২০২১-এর বিধানসভার নির্বাচনের আগে মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য অনেকগুলি নয়া ইস্তেহার প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী কথা দিয়ে যে কথা রেখেছেন ইতিমধ্যেই তা প্রমান হয়েছে। নির্বাচনের পরে মুখ্যমন্ত্রীর আসনে তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পর কিছুদিনের মধ্যেই ‘দুয়ারে রেশন’ প্রকল্প এবং ‘স্টুডেন্ট ক্রেডিটকার্ড’ প্রকল্পের শুভ সূচনা হয়ে গিয়েছে।মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে […]
state_230

Subscribe US Now

error: Content Protected