শিশু পাচার চক্রের সাথে জড়িত স্কুলের প্রিন্সিপাল সহ আরও ৮ জনকে আটক করল পুলিশ। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার কলাপাথর এলাকায়। শিশু পাচার চক্রের মূল অভিযুক্ত কলাপাথর এলাকার একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়া। রবিবার ভরদুপুরে শিশুগুলিকে মারুতিভ্যানে তোলার সময় সন্দেহ হয় স্থানীয় এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দারা জিজ্ঞাসাবাদ করায়, মারুতিভ্যানে থাকা মহিলাদের থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। গাড়ি আটক করে রেখে পুলিশে খবর দিলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশুগুলিকে উদ্ধার করে।

পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে জানতে পারে শিশু পাচার চক্রের সাথে যুক্ত রয়েছেন কলাপাথর এলাকার একটি স্কুলের শিক্ষক। একজন স্কুল শিক্ষক যে এইরকম শিশু পাচার চক্রের সাথে জড়িত থাকতে পারেন স্থানীয় বাসিন্দারা তা বিশ্বাসই করতে পারছেন না। জানা যাচ্ছে এই শিশুগুলি কে রাজস্থানে পাচার করার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। শিশু পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করায় উঠে আসে আরও এক নয়া তথ্য। কিছুদিন আগেই কমল কুমার রাজোরিয়া নিজের স্কুলেরই এক নিঃসন্তান শিক্ষিকাকে টাকার বিনিময়ে একটি ৯ মাসের শিশু বিক্রি করেছেন। তিনি আসানসোল, দুর্গাপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে টাকার বিনিময়ে ছোট ছোট শিশুদেরকে কিনে নিয়ে নিঃসন্তান দম্পতিদের ওই শিশুগুলিকে মোটা অংকের বিনিময়ে পাচার করতেন। সোমবার সকালে অধ্যক্ষ সহ বাকি ৮ জনকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।এই পাচার চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।