কোভিড বিধি মেনে আগামী ১২ ফেব্রুয়ারি খুলতে চলেছে রাজ্যের স্কুলগুলি । নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হতে চলেছে আগামী ১২ ফেব্রুয়ারী থেকে । তবে প্রাথমিক স্কুলগুলি এখনই খুলছে না বলেই জানানো যাচ্ছে ।

করোনা আবহে বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্যের সমস্ত স্কুল । তবে বর্তমানে করোনা সংক্রমনের হার নিম্নগামী, সেক্ষেত্রে স্কুল খোলার ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নিল রাজ্যের শিক্ষা মন্ত্রক। পাশাপাশি শিক্ষকদের একাংশ চাইছেন স্কুল গুলি খুলে দেওয়া হোক, ছাত্রছাত্রীরা বাড়িতে থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে সমস্ত কিছু বুঝতে পারছেনা। সেক্ষেত্রে অভিভাবকরাও দাবি জানিয়েছেন অংক এবং ইংরেজির মত বিষয়গুলিকে স্কুলে না বোঝানো হলে ছাত্র-ছাত্রীরা সমস্যায় পড়ছেন।
স্কুল খোলা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সমস্ত স্কুলগুলিতে স্যানিটাইজার এবং সোশ্যাল ডিসটেন্সিং-এর দিকে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে। রাজ্যের অনেক ডাক্তার স্কুল খোলার বিষয়ে যথেষ্ট সম্মতি প্রদান করেছেন। রাজ্যে স্কুল খুলে গেলেও খুলছেনা কলেজ বা বিশ্ববিদ্যালয়। এখনও পর্যন্ত অনলাইন ক্লাস চালু থাকবে বলে জানানো হয়েছে, এমনকি সেমিস্টার পরীক্ষা শুরু হবে অনলাইনের মাধ্যমেই।