ফের স্থগিতাদেশ জারি মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার। এম ভারত নিউজ।

user
0 0
Read Time:2 Minute, 17 Second

পিছিয়ে গেল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণার সময়। পূর্বঘোষণা অনুযায়ী আজ দুপুর দুটোয় যৌথভাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উভয় পরীক্ষার সূচি প্রকাশ করার কথা ছিল। কিন্তু বর্তমানে এই সূচি প্রকাশের কর্মসূচিতে স্থগিতাদেশ দেওয়া হল। ইতিমধ্যেই শিক্ষা দপ্তর সূত্রে খবর, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত সূচি প্রকাশের জন্য গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি। জানা যাচ্ছে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আগামী ৭২ ঘণ্টার মধ্যেই এই বিশেষজ্ঞ কমিটিকে রাজ্য সরকারের কাছে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। মূলত, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই গাইডলাইন মেনে ঠিক কিভাবে পরীক্ষা পদ্ধতি সম্পন্ন করা হবে , এবং যদি পরীক্ষা না হয়, তাহলে কীভাবে মূল্যায়ন করা হবে, সে সব বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে রিপোর্ট দেবে ওই বিশেষজ্ঞ কমিটি। ওই বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন মাধ্যমিক পর্ষদ, উচ্চ মাধ্য়মিক সংসদের শীর্ষ পদাধিকারীরা, চিকিৎসক, মনোবিদ, শিশু-কিশোরদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন। প্রসঙ্গত উল্লেখ্য গত কালই শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল।পাশাপাশি গতকালই বাতিল করা হয়েছে সিবিএসসি এবং আইএসসি পরীক্ষা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হাল ছাড়তে রাজি নয়, কেন্দ্রের শোকজের জবাবী চিঠি দেবেন আলাপন । এম ভারত নিউজ।

আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র ও রাজ্য সংঘাত এখনও অব্যাহত। প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর গ্রহণের ২৪ ঘন্টার মধ্যেই তাঁকে শোকজের নোটিশ পাঠানো হয় কেন্দ্র সরকারের তরফ থেকে।জানা যাচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই শোকজের কারণ দর্শাতে হবে তাঁকে। বর্তমানে তিনি একজন প্রাক্তন আইএস অফিসার এবং রাজ্যের বর্তমান মুখ্য উপদেষ্টা। সেক্ষেত্রে […]

Subscribe US Now

error: Content Protected