ভবানীপুর গণনাকেন্দ্রের বাইরে জারি ১৪৪ ধারা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 52 Second

বৃহস্পতিবার ভবানীপুরের হাই-ভোল্টেজ ভোটের দিকে নজর ছিল সমগ্র রাজ্যের। তাই উপনির্বাচনের আগে ওই কেন্দ্রের প্রতিটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করে কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এবারে ভোট গণনা নিয়েও আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। রবিবার ভোট গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে বলে এবার ঘোষণা করেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
শনিবার লালবাজারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবানীপুর কেন্দ্রে ভোট গণনার সময় যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আগে থেকে পদক্ষেপ গ্রহণ করছে কলকাতা পুলিশ। গণনাকেন্দ্রের বাইরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এর ফলে গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। পাথ়র, আগ্নেয়াস্ত্র, আতসবাজি বা অন্য কোনও ধরনের বিস্ফোরক নিয়ে গণনাকেন্দ্রের কাছে ঘোরা নিষিদ্ধ। এই নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার।

কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার ভোর ৫টা থেকে ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। প্রসঙ্গত উল্লেখ্য,গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া প্রায় শান্তিপূ্র্ণ ভাবেই মিটেছে ভোটগ্রহণ। বিজেপি-র তরফে যদিও তৃণমূলের বিরুদ্ধে কিছু অভিযোগ করা হয়। কিন্তু শেষপর্যন্ত সেই সব অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোট শেষেই তৃণমূলের দাবি, বড় ব্যবধানে জিতবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে পাল্টা জয়ের দাবি করেছে বিজেপি শিবিরও। এই পরিস্থিতিতে যাতে নির্বিঘ্নে ভোট গণনা হয় সেই লক্ষ্যেই আগে থেকে এই পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টিকাকরনের পরেই খুলবে স্কুল-কলেজ : ব্রাত্য বসু । এম ভারত নিউজ

রাজ্যের জন্য কেন্দ্র যে-হারে করোনা ভ্যাকসিন পাঠাবে, সেই ভাবেই ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে এমনটাই জানাল রাজ্য সরকার এবং প্রত্যেককে ভ্যাকসিন দিয়েই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে শুক্রবার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।শিক্ষামন্ত্রী এ দিন জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমে ধাপে ধাপে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু […]

Subscribe US Now

error: Content Protected