ঘূর্ণিঝড় ‘যশ’ থেকে বাঁচতে রাজ্য জুড়ে চলছে নিরাপত্তা কর্মসূচি । এম ভারত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 27 Second

নিজস্ব সংবাদদাতা : আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “যশ”। ইতিমধ্যেই রাজ্য জুড়ে চলছে বিভিন্ন রকম নিরাপত্তা কর্মসূচি। চালু করা হয়েছে হেল্প লাইন, সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি স্থানীয় নিরপদ আশ্রয় প্রস্তুত করছে জেলা গুলি। বাদ যায়নি পূর্ব মেদিনীপুর, মূলত সমুদ্র উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে পূর্ব মেদিনীপুর এবং হলদিয়ায় উন্নত মানের সতর্কবার্তা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের জন্য।

এক দিকে যেমন দীঘায় সতর্ক বার্তা নিয়ে মাইকিং চলছে, তেমনি হলদিয়া মহকুমা শাসকের পক্ষ থেকে রবিবার হলদিয়া পৌর এলাকায় ঝড়ের সতর্কতায় মাইকিং করা হচ্ছে। মাটির বাড়িতে থাকা মানুষজনকে নিরপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয় মাইকিং-এর মধ্য দিয়ে। পাশাপাশি ঝড়ের সময় কোন গাছের নিচে আশ্রয় নিত বারণ করা হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি জেলা জুড়ে তৈরি করা হয়েছে রেসকিউ সেন্টার, এমনটাই জানা গিয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে।

শুধু তাই নয় সমুদ্রে উপস্থিত মৎস্যজীবীদের উদ্দেশ্যেও ট্রলার এবং লঞ্চের মাধ্যমে মাইকিং-এর ব্যবস্থা করে তাঁদের যথোপযুক্ত সাবধান করার প্রচেষ্টা চালাচ্ছে ভারতীয় কোস্ট গার্ড। উপকূলবর্তী এলাকায় যে সমস্ত মৎস্যজীবীরা ইতিমধ্যেই সমুদ্রের রয়েছেন তাঁদেরকে দ্রুততার সঙ্গে নিজেদের জেটি অথবা হারবারে ফিরে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। মাইকিং-এর মাধ্যমে যশের ভয়াবহতা সম্পর্কে অবগত করা হয়েছে তাঁদের। মূলত মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের প্রাণের ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নারদ মামলায় রাজ্যপালকে হুমকি কল্যাণের । এম ভারত নিউজ

রাজ্যের রাজ্যপাল হয়েও ক্রমাগত বিজেপির হয়ে কাজ করা নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের বিভিন্ন নেতাদের ক্ষুব্ধতার শিকার হয়েছেন জাগদীপ ধনকার। ক্ষুব্ধ এই নেতাদের মধ্যে অন্যতম হলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের বাকি সাংসদদের একজোট হয়ে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করার অনুরোধ জানালেন তিনি। মূলত সাংবিধানিক নিয়ম অনুসারে, রাজ্যপাল থাকাকালীন তাঁর বিরুদ্ধে কোনো […]

Subscribe US Now

error: Content Protected