Read Time:1 Minute, 21 Second

ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত চার দিনের তুলনায় বৃহস্পতিবার তুলনামূলক ভালো রয়েছেন অভিনেতা। ইতিমধ্যেই তাঁর প্রথম দফার ডায়ালিসিস নির্বিঘ্নে শেষ হয়েছে। এদিন দ্বিতীয় দফার ডায়ালিসিসের সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল টিম। তবে সম্পূর্ণ ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেতা। রক্তচাপ নিয়ন্ত্রিত রয়েছে। জ্বর না থাকলেও, স্নায়বিক সমস্যা রয়েছে। কমেছে হিমোগ্লোহবিনের মাত্রাও। তবে এখনও তিনি সঙ্কটমুক্ত নন বলেই হাসপাতাল সূত্রে খবর। ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ কমাতে ২ থেকে ৩ বার ডায়ালিসিস হতে পারে। স্নায়বিক সমস্যায় বিশেষজ্ঞরা বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। করোনা আক্রান্ত হওয়ার পর, সৌমিত্র তিন সপ্তাহের বেশি সময় ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।