নিট পরীক্ষার্থীদের জন্য গতকাল রবিবারই টানা ১৭৬ দিন অর্থাৎ প্রায় ছয় মাস পর ফের যাত্রা শুরু করেছিল কলকাতা মেট্রো । আর আজ সকাল থেকে সাধারণ যাত্রীদের জন্য ফের শুরু হয়েছে কলকাতা মেট্রো পরিষেবা । সকাল ৮টা থেকে শুরু হয়েছে পরিষেবা । শেষ ট্রেন অন্তিম স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা ৭টায় । প্রথম দিনে সাতসকালে একেবারেই ফাঁকা ছিল মেট্রোর রেকগুলি । মাস্ক, ফেস শিল্ড পরে ফাঁকা মেট্রোয় বসে থাকতে দেখা গিয়েছে কয়েকজন যাত্রীকে । বর্তমানে করোনা পরিস্থিতিতে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে মেট্রো পরিষেবা চালু হয়েছে তাতে খুশি যাত্রীরা । মেট্রো কর্মীর সূত্রে জানানো হয়েছে গতকাল পরীক্ষার্থীদের জন্য পরিষেবা চললেও ঢিলে দেওয়া হয়নি কোনরকম বিধি নিষেধে, আজ থেকেও তাই হবে । অর্থাৎ ভিড় কম থাকলেও নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি থাকছে বলেই জানা গেছে ।

কি কি শর্ত থাকছে একবার দেখে নিন—-
স্টেশনে ঢোকার আগে অ্যাপ দ্বারা ই-পাস সংগ্রহ করতে হবে ।
কলকাতা মেট্রো অ্যাপ থেকে নিতে হএ “জেনারেট ই-পাস” ।
স্মার্ট কার্ডে ন্যুনতম ১০০ টাকার রিচার্জ করাতে হবে ।
কাউন্টার ছাড়াও কার্ড রিচার্জের জন্য আলাদা মেশিন থাকছে ।
কার্ড না থাকলে টিকিট পাওয়া যাবে কাউন্টার থেকে ।
অফিস টাইমে ১০ মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো ।
অফিস টাইম ছাড়া অন্য সময়ে ১৫ মিনিট ছাড়া ছাড়া পরিষেবা পাওয়া যাবে ।