Read Time:1 Minute, 21 Second
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এতদিন পরেও সযত্নে তাঁর স্মৃতি আঁকড়ে রেখে দিয়েছেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে।
সুশান্তের অপূর্ণ ইচ্ছা পূরণ করার দায়িত্ব নিলেন অঙ্কিতা। অভিনেতার ৫০ টি ইচ্ছার মধ্যে একটি ছিল ১০০০টি গাছ লাগানো। এবার সেই ইচ্ছা পূরণ করার জন্যই এক অভিনব উদ্যোগ নেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি। রবিবার একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেন তিনি। সুশান্তের অনুরাগীদেরও সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার আবেদন জানান শ্বেতা।
সুশান্তের দিদির সঙ্গে হাত মিলিয়ে এই উদ্যোগে অংশ নেন অঙ্কিতাও। নিজের বাড়ির ব্যালকনিতেই গাছ লাগান তিনি। এই কাজে তাঁকে সঙ্গ দেয় পোষ্য হাচিও। বৃক্ষরোপণের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। আর মুহূর্তে ভাইরাল হয় সেই ছবিগুলি।
