Read Time:1 Minute, 21 Second
এসবিআইয়ের নতুন চেয়ারম্যান হলেন দীনেশ কুমার খারা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে ছিলেন রজনীশ কুমার। তবে তাঁর মেয়াদ শেষ হয়েছে
মঙ্গলবারই। বুধবার থেকে নতুন পদের দায়িত্বভার গ্রহণ করলেন দীনেশ কুমার। আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান নিযুক্ত হলেন তিনি। দীনেশ কুমার ব্যাঙ্কের সবচেয়ে সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।

১৯৮৬ সালে এসবিআইয়ের প্রবিশনরি অফিসার হিসেবে কাজ শুরু করেছিলেন দীনেশ খারা। বাণিজ্য নিয়ে স্নাতক হওয়ার পর এমবিএ-ও করেন তিনি। ১৯৮৪ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। এসবিআইয়ের দিল্লি সার্কেলের বহু দায়িত্ব সামলেছেন তিনি। ভোপাল সার্কেলের প্রধানের দায়িত্বও পালন করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাঁচটি ব্যাঙ্ককে এসবিআইতে মেশানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন দীনেশ।