0
0
Read Time:1 Minute, 3 Second
ভারতীয় রিটেল ব্যবসায় নিজের অবস্থান আরও মজবুত করতে আরও এক ধাও এগিয়ে গেলেন মুকেশ আম্বানি। ২৪ হাজার ৭১৩ কোটি টাকায় ফিউচার গ্রুপের রিটেলের প্রায় ১৮০০ ও লাইফস্টাইলের ৩৫০-এরও বেশি বিপণি রিলায়েন্স কিনে নিল । শনিবারই মালিকানা বদল হয়েছে দুই সংস্থার মধ্যে ।
অধিগ্রহণের ফলে এবার থেকে বিগ বাজার, এফবিবি, ইজি ডে, ডব্লুএইচ স্মিথ, হেরিটেজ ফ্রেশের মতো বিপণির হস্তান্তর হলেও বিমা ও আর্থিক পরিষেবা সংক্রান্ত ব্যবসার হস্তান্তর হয়নি বলেই জানা গেছে। করোনা পরিস্থিতিতে ফিউচার গ্রুপের ব্যবসায়ীক অবস্থার অবনতী ঘটায় বাজারে ধার হয় কর্ণধার কিশোর বিয়ানির ।