বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআই’এর সুবর্ণ জয়ন্তী বর্ষ পালনে সমাপ্তি অনুষ্ঠানে হাজির হন সিপিআইএম নেতা বিমান বসু। বুধবার হাওড়া বঙ্কিম পার্ক এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন একটি পদযাত্রারও আয়োজন করা হয়। কদমতলা বাসষ্ট্যান্ড থেকে জেলা ছাত্র পরিষদের সদস্যরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রা শেষ হয় পঞ্চাননতলা বঙ্কিমপার্ক এলাকায়। দীর্ঘ কয়েক কিলোমিটার বিশাল পদযাত্রায় পা পেলান জেলা ও রাজ্যস্তরের এসএফআই নেতৃত্বের পাশাপাশি প্রাক্তন সদস্যরা।

এদিনের অনুষ্ঠানে বিমান বসু ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা বামফ্রন্টের সম্পাদক বিপ্লব মজুমদার,এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতিকিউর রহমান,জেলা ডিওয়াইএফআইয়ের সম্পাদক বিপ্লব বেরা সহ বহু এসএফআইয়ের কর্মী-সর্মথকরা।

এদিন প্রাক্তনীদের সম্বর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তুলে দেওয়া হয় মানপত্র ও দলীয় টুপি। সমাবেশ থেকে সিপিআইএম নেতা বিমান বসু বলেন, “বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআই পারে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল কংগ্রেসের সমস্ত অগনতান্ত্রিক কর্মকাণ্ডকে রুখে দিতে।” তাঁর মতে, আসন্ন বিধানসভা ভোটে পুনরায় বামফ্রন্ট সরকারকে ক্ষমতায় আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এসএফআই। বর্ষীয়ান সিপিআইএম নেতার দাবি, গঠনমূলক কর্মসূচিতে সারা ভারতের সমস্ত ছাত্র সংগঠনের মধ্যে এসএফআই অন্যতম”।