নিজস্ব সংবাদদাতা, শ্যামপুর : মঙ্গলবার শ্যামপুর বিধানসভার বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী প্রচার করলেন বাড়গ্রাম অঞ্চল এলাকায় একাধিক অঞ্চলে। বঙ্গ নির্বাচনের দামামা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গেই, এদিন সকালে বাড়গ্রাম দেশান্তরী শীতলা মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করেন তনুশ্রী। তাঁকে দেখার জন্য রাস্তার দু’ধারে অসংখ্য মানুষকে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়।
নির্বাচনী সম্প্রচারের বেরিয়ে, টোটোয় করে প্রচারের পাশাপাশি পদযাত্রাও করেন এই বিজেপি প্রার্থী। সেলিব্রিটি প্রার্থীকে এক পলকে দেখার জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়ে ছিলেন অগনিত জনতা। হাত নেরে অভিনন্দন জানানোর পাশাপাশি ক্ষুদে ফ্যানেদের আবদার মেটাতে সেলফি তুললেন বিজেপির নতুন মুখ তনুশ্রী চক্রবর্তী। প্রচারের ফাঁকে চা তৈরী করে নিজে খাওয়ার পাশাপাশি খাওয়ালেন দলীয় কর্মীদের। প্রার্থীর মমতাময়ী রুপ দেখে খুশি স্থানীয় কার্য্যালয়ে উপস্থিত দলীয় কর্মী সর্মথকরা।
দলীয় কার্য্যালয় থেকে চা খেয়ে কর্মী সর্মথকদের নিয়ে দ্বিতীয় দফার প্রচারের জন্য বেড়িয়ে ঐ গ্রামেরই একশো দিনের কাজে পুকুর খননের কাজে উপস্থিত শ্রমিকদের মধ্যে জনসংযোগ স্থাপন করেন তিনি। খোঁজ খবর নেন কাজ সংক্রান্ত বিষয়ে। পাশাপাশি খোঁজখবর নেন তাদের নিজেদের সম্পর্কেও। বিজেপির হেভিওয়েট প্রার্থীর এহেন উদ্যোগে খুশি শ্রমিকরা।