রায়গঞ্জে হুডখোলা গাড়িতে নির্বাচনী প্রচার করাকালিন হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী। তৎক্ষনাৎ তাঁকে হুডখোলা গাড়ি থেকে নামানো হয় চিকিৎসার জন্য। হেলিকপ্টারে করে ইতিমধ্যেই তিনি পাড়ি দিয়েছেন কলকাতার উদ্দ্যেশ্যে। মহাগুরুর এহেন হঠাৎ অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর ভক্তকুল।

মাস কয়েক আগে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করার পর নিজে ভোটে প্রার্থী না হলেও বিভিন্ন বিজেপি প্রার্থীদের জন্য প্রচারে ঝাঁপিয়েছেন তিনি। এদিন তিনি প্রচার সারছিলেন রায়গঞ্জে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চন্ডীতলা থেকে পাঁচ কিলোমিটার রোডশো করার কথা ছিল তাঁর।
কিন্তু জানা যাচ্ছে, আগে থেকেই অসুস্থ থাকায় হুডখোলা গাড়িতে প্রথমে উঠতে চাননি মিঠুন চক্রবর্তী। কিন্তু দলীয় নেতা কর্মীদের অনুরোধে পরে শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেই রোড শো শুরু করেন তিনি। রোডশোতে মিঠুনের পাশেই ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। খোশমেজাজেই ছিলেন মিঠুন। রাস্তার দু’পাশে থাকা জনতার উদ্দেশে হাতও নাড়েন তিনি। তাঁর উদ্দেশে ফুলবৃষ্টি করে আমজনতা। নাচতেও দেখা যায় মিঠুনকে। রোড শো ২০০ মিটার পেরতে না পেরতেই ছন্দপতন হয়। মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন মহাগুরু। তড়িঘড়ি গাড়ি থেকে নামানো হয় মিঠুনকে। নিয়ে যাওয়া হয় হেলিপ্যাডে। মিঠুন চক্রবর্তীর অসুস্থতায় হঠাৎ করে রোডশো এবং প্রচারের কাজ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেলেও পরে পরিস্থিতি সামাল দিয়ে আবার প্রচারের কাজ শুরু করেন বিজেপি নেতারা। অসুস্থতা স্বত্ত্বেও মিঠুন চক্রবর্তীকে কেন জোর করা হল হুডখোলা গাড়িতে রোডশো করার, সেই নিয়ে বিভিন্ন মহলেই অবশ্য উঠছে প্রশ্ন।