Read Time:1 Minute, 6 Second
নিয়ম অনুযায়ী সোমবার ৩১ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে দেশে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ।আগামীকাল সোমবার সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের । মৃৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর । প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু হলে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করা নিয়মের মধ্যেই পড়ে । এই সময়ে ভারতের যেখানে যেখানে সরকারি ভাবে জাতীয় পতাকা উত্তোলিত হয় সর্বত্রই পতাকা অর্ধনমিত থাকবে । পাশাপাশি সরকারি উদ্যোগে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান করা হবে না ।
