Read Time:1 Minute, 20 Second

তথ্য ফাঁস হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বেশ কয়েকটি সংস্থাকে তলব করল কেন্দ্রের সংসদীয় প্যানেল। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে টেলিকম অপারেটর সংস্থা জিও এবং এয়ারটেল, রয়েছে অনলাইন ক্যাব সংস্থা উবের ও ওলা। এই কমিটি বর্তমানে পার্সোনাল ডেটা প্রোটেকশান বিল. ২০২০ নিয়ে কাজ করছে। ওলা ও উবেরের প্রতিনিধিদের চৌঠা নভেম্বরের মধ্যে ও এয়ারটেল এবং ট্রুকলারের প্রতিনিধিদের ৬ই নভেম্বরের মধ্যে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির মুখোমুখি হন ফেসবুক ইন্ডিয়ার তৎকালীন পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাস। অপরদিকে, পার্লামেন্টারি কমিটির মুখোমুখি হয়েছেন ট্যুইটার ও আমাজনের শীর্ষ প্রতিনিধিরাও। ২৯শে অক্টোবর এই কমিটির সামনে বসছেন গুগল ও পেটিএম কর্তারা।
