আজ বঙ্গ সফরে শাহ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 6 Second

আজ ফের রাজ্যে অমিত শাহ। রাজ্যের চার জায়গায় রোড শো করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রথমে, হুগলির সিঙ্গুরে রোড শো রয়েছে বেলা ১২টায়। সেখানে রোড শো সম্পন্ন করে দুপুর দেড়টা নাগাদ হাওড়ার ডোমজুড়ে রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে রোড শো রয়েছে তাঁর। সবশেষে বিকেল সাড়ে ৪টে নাগাদ বেহালা পূর্ব কেন্দ্রে রোড শো করবেন অমিত শাহ।ওদিকে আজ উত্তরবঙ্গে দু’টি সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।উত্তরবঙ্গের প্রচার কর্মসূচি সম্পন্ন করে কলকাতায় ফিরবেন তৃণমূলনেত্রী। তারপর কলকাতাতেও দু’টি সভায় বক্তব্য রাখতে চলেছেন তৃণমূল সুপ্রিমো।চতুর্থ দফার ভোটের আগে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে ব্যস্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা । গতকাল রাজ্যে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনে রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে বিজেপির সর্বভারতীয় নেতারা , আর সেই লক্ষ্যেই পালা করে বঙ্গ সফরে আসছেন মোদী-শাহ-নাড্ডা।

প্রায় প্রতিটি সভাতেই মমতা এবং অভিষেককে কটাক্ষ করে নানান যুক্তিতর্কের খেলায় মাতলেন তাঁরা। ওদিকে পাল্টা বিজেপির বিরুদ্ধেও সাম্প্রদায়িকতার অভিযোগ এনে সুর চড়াচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রী বললেন ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে বিজেপি। শুধু তাই নয় পাশাপাশি নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি সভায় মোদী-শাহদের আক্রমণের কেন্দ্রবিন্দুতে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলার ভোট এবার আট দফায়। ইতিমধ্যেই রাজ্যে তিন দফার নির্বাচন শেষ হয়েছে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পরবর্তীতে পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। বাংলা-সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শিশির অধিকারীকে রাজ্যপাল করতে পারে বিজেপি । এম ভারত নিউজ

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট ও এই ভোটের উত্তাপ ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে। এমতাবস্থায় শিশির অধিকারীকে নিয়ে নানান ধরনের গুঞ্জন শোনা গেল বিজেপির অন্দরমহলে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী গেরুয়া শিবির শিশিরকে একটি সম্মানজনক পদ দিতে চাইছে, যা তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের পরিপন্থী। এমতাবস্থায় তাঁকে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের যেকোনো একটি রাজ্যের […]

Subscribe US Now

error: Content Protected